বাসস
  ১৫ মে ২০২২, ১৩:১৮

লক্ষ্মীপুরে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

লক্ষ্মীপুর, ১৫ মে, ২০২২ (বাসস) : জেলায় আজ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে তিনদিন ব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। 
সকালে লক্ষ্মীপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। 
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন, ইউল্যাবের গণমাধ্যম অধ্যায়ন ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. জামিল খান, , লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
প্রশিক্ষণে বিভিন্ন মিডিয়া জেলা ও উপজেলা পর্যায়ে  কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, মানুষের তথ্য চাওয়ার অধিকার বেড়েছে। টিভি ও প্রিন্ট পত্রিকায় মানুষের আগ্রহ কমছে। হয়তো একসময় টিভি ও প্রিন্ট পত্রিকা থাকবে না। তবে তথ্য চাওয়ার আগ্রহ মানুষের কখনো কমবে না। এতে মোবাইল সাংবাদিকতার (মোজো) চাহিদাও বাড়ছে। প্রতিযোগী গণমাধ্যম পৃথিবীতে মোবাইল সাংবাদিকতার গুরুত্ব  বেড়ে চলেছে। সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতায় চর্চা বাড়াতে হবে। সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনার এলাকার পরিবেশ পরিবর্তনে ভূমিকা রাখবে। নতুন শব্দভান্ডার, তথ্য উপস্থাপনের মাধ্যমে সংবাদ পরিবেশন করতে হবে। তবে প্রত্যেকটি সংবাদ তথ্যবহুল হতে হবে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়