বাসস
  ১৮ জুলাই ২০২১, ১৯:৫৩

হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান পদে পুনঃনিয়োগ পেলেন ডা. দিলীপ রায়

ঢাকা, ১৮ জুলাই, ২০২১ (বাসস) : বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান পদে ডা. দিলীপ কুমার রায়কে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। 
আজ রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। 
আদেশে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের নিয়ন্ত্রণাধীন বাংলদেশ হোমিওপ্যাথি বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান পদে ডা. দিলীপ কুমার রায়কে ‘দি বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স, অডিন্যান্স ১৯৮৩ এর ৪ (১)  (এ) উপধারা মোতাবেক আগামী ৯ আগস্ট থেকে পরবর্তী ৩ বছরের জন্য পুনরায় মনোনয়ন প্রদান করা হল।’