বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৫

অনলাইন জুয়া (বেটিং) পরিচালনাকারি দুই মাস্টার এজেন্টসহ গ্রেফতার ৩

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ (বাসস): অনলাইনে জুয়া (বেটিং) পরিচালনাকারি বাংলাদেশের দুইমাস্টার এজেন্টসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
আজ বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
গ্রেফতারকৃতরা হলেন- মো. তরিকুল ইসলাম ওরফে বাবু, রানা হামিদ ও মো. সুমন মিয়া।
তাদেরকে গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে তারা ৩ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।
গ্রেফতারের সময় তাদের থেকে একটি প্রাইভেটকার, নগদ ১১ লাখ ৮০ টাকা, ৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, সিমকার্ড, বিভিন্ন ব্যাংকের ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট ও ২৩টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট জব্দ করে গোয়েন্দা পুলিশ।