বাসস
  ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৫

নাটোরে সপ্তাহব্যাপী একুশের বইমেলা শুরু

নাটোর, ২১ ফেব্রুয়ারি, ২০২২ (বাসস) : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলায় আজ সোমবার থেকে নাটোরে সপ্তাহব্যাপী একুশের বইমেলা শুরু হয়েছে। বিকেল চারটায় স্থানীয় কানাইখালী পুরনো ষ্টেডিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রমিত বাংলা ভাষার চর্চা এবং একুশের চেতনায় শাণিত হয়ে সুখী-সমৃদ্ধ দেশ গড়ার আহবান জানান। 
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আশরাফুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
পরে শিশু ও শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন। মেলায় প্রায় ৪০টি বুকস্টল প্রদর্শিত হচ্ছে।
প্রতিদিন বিকেলে মেলায় বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা সভা  ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
মেলায় শিশুদের জন্যে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে।