বাসস
  ২৬ জানুয়ারি ২০২২, ১৪:২৩

পিরোজপুরের স্বরূপকাঠিতে আধুনিক ডাকবাংলো নির্মিত হচ্ছে

পিরোজপুর, ২৬ জানুয়ারি, ২০২২ (বাসস) : জেলার স্বরূপকাঠীতে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে জেলা পরিষদ নির্মাণ করছে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ডাকবাংলো। এ ডাকবাংলোটিতে ২টি ভিভিআইপি কক্ষ এবং ১০টি ভিআইপি কক্ষ থাকবে। ৩ কোটি ৮১ লক্ষ ৩৩ হাজার টাকা বরাদ্দের এ ভবনটির নির্মাণ কাজ গত বছরের জুন মাসে শুরু হয়।
 আগামী ডিসেম্বরে 
৪ তলা এ ডাকবাংলো ভবনের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান। 
স্বরূপকাঠীর আটঘর কুড়িয়ানার বাংলার আপেলখ্যাত পেয়ারা বাগান এবং বিভিন্ন ফুলের সমারোহের নার্সারী পরিদর্শনে সারা বছরই পর্যটকদের আগমণ ঘটলেও রাতে থাকার সুব্যবস্থা না থাকায় অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন। এছাড়া বাংলাদেশের অন্যতম কার্গো নির্মাণ এর অর্ধশত ডকইয়ার্ড এবং খালে ভাসমান কাঠের ব্যবসা রয়েছে স্বরূপকাঠীর ইন্দেরহাটে। রয়েছে ক্রিকেট ব্যাট তৈরি ও বিক্রির শতাধিক প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতশত ব্যবসায়ী এবং পর্যটক এসব এলাকায় এলেও এতদিন এদের থাকার কোন সুব্যবস্থা ছিল না। এ আধুনিক ডাকবাংলোটি নির্মাণের ফলে ভ্রমণ এবং ব্যবসার জন্য আগতদের থাকার একটি উন্নতমানের ব্যবস্থা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সাবেক এমপি অধ্যক্ষ মো: শাহ আলম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়