বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৭:২৮

কুমিল্লা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

কুমিল্লা জেলায় আজ শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় অভিযানকালে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৩০ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় অভিযানকালে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার বিকেলে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিওপি এলাকার সীমান্তে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ির বাজারমূল্য আনুমানিক ৮৮ লাখ ৭২ হাজার টাকা। 

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত শাড়িগুলো বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।