বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৭:১৯

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে একলাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশের ডহরী খাল এলাকা থেকে মাওয়া শিমুলিয়া ঘাট পর্যন্ত অভিযানকালে একলাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে।  ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ৩০ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার লৌহজংয় উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে একলাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশের ডহরী খাল এলাকা থেকে মাওয়া শিমুলিয়া ঘাট পর্যন্ত অভিযানকালে এসব জাল ও জাটকা জব্দ করা হয়।  

অভিযান পরিচালনা করেন লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, পদ্মা নদীর লৌহজং অংশের ডহরী খাল এলাকা হতে মাওয়া শিমুলিয়া ঘাট পর্যন্ত অভিযানকালে একলাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা মাছ স্থানীয় ঘোরদৌড় মাদ্রাসায় বিতরণ এবং কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

তিনি জানান, পদ্মা নদীতে জাটকা ধরা বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।