বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৭:৩৯

এসএসসি ও দাখিল ভোকেশনাল সমাপনী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু ১ ফেব্রুয়ারি

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

আজ বৃহস্পতিবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে (www.bteb.gov.bd) প্রবেশ করে ‘ইনস্টিটিউট কর্ণার’-এ লগইন করতে হবে। এরপর ‘বোর্ড চেইঞ্জ’ মেন্যুতে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি পত্র বা বিষয়ের জন্য ১৫০ (একশত পঞ্চাশ) টাকা ফি নির্ধারণ করা হয়েছে। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে ফি জমা দিতে হবে। আবেদন শেষে আগামী ৯ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে ফি জমা দিতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে গত ২৭ জানুয়ারি প্রকাশিত এই সংক্রান্ত পূর্বের বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে এবং নতুন এই সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।