বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৭:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

ছবি: বাসস

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও উপাচার্য ড. জেফ কেশেন আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

এসময় রেজিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মি. হারুন চৌধুরী এবং সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুল্লাহ তার সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় তারা আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, কৃষি, ব্যাবসা, প্রকৌশল, পদার্থবিদ্যা, রসায়ন, সমাজকর্ম, অপরাধবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিষয়ে আরও যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রেজিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক উপকরণ, তথ্য-উপাত্ত, প্রকাশনা এবং শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

উল্লেখ্য, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২৩ সালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারক অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর যাবৎ যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।