শিরোনাম

লালমনিরহাট, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা শহরের মিশন মোড় এলাকায় দলের অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর জ্যেষ্ঠ পুত্র আহনাফ হাবিব ইনতিসার।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, জেলা পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।
আলোচনা সভায় শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা তুলে ধরা হয়। শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।