বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৩:২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে সভা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পনির, আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সভাপতি মো. নুরুন্নবী, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা জাসাসের সভাপতি মো. কামাল উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. ফারুক আহমেদ সাব্বির প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর সোনার বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের উপর জনগণের আস্থা রয়েছে। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা ধরে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের  গণরায় বিএনপির পক্ষে আনতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।