বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১১:৩৬
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১১:৪৭

দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

দিনাজপুর, ২০ জানুয়ারি ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল জেলার নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা স্কুল মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন। 

ড. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) একজন দেশ প্রেমিক ও দূরদর্শী ক্ষমতাসম্পন্ন মহান ব্যক্তি ছিলেন। তিনি এ দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে তার জীবনকালে অক্লান্ত পরিশ্রম করেছেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে তিনি আত্মনিবেদন করেছিলেন।’ 

তিনি বলেন, ‘শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই।’ 

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর সদ্য প্রয়াত স্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। 

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি এসএম শামীম হোসেন চৌধুরী, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ। 

আলোচনা সভা ও দোয়া মাহফিলে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শুরুর আগে বাদ এশা শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।