বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ০১:০৪

বাংলাদেশ সব ধর্ম-বর্ণের নিজ নিজ ধর্ম পালনের নিরাপদ স্থান : ডা. জাহিদ হোসেন

ছবি : বাসস

দিনাজপুর, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস):  বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, ‘এই দেশ বাঙালি সংস্কৃতি এবং সব ধর্ম-বর্ণের লোকজনের নিজ নিজ ধর্ম পালনে সকলের নিরাপদ স্থান। এ দেশের মানুষ যে যার ধর্মে বিশেষ করে তারা নিজেদের মতো করে ধর্মীয় উৎসব পালন করবেন।’

তিনি বলেন, আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছি, তারা সকলেই অন্য ধর্মের লোকদের উৎসব পালনে সহযোগিতা দিয়ে থাকি। ধর্ম যার যার উৎসব সবার এই জনশ্রুতি আগামী দিনেও সবার জন্য বয়ে আনবে শান্তির বার্তা।

আজ রোববার জেলার ঘোড়াঘাটে ১৬ প্রহর মহানাম যোগানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীর গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের শেষ দিন পর্যন্ত এদেশে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাদের সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে, জনগণ ও দেশের কল্যাণে ৩১ দফা কর্মসূচির প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার ঘোষিত কর্মসূচি মধ্য এদেশের মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।

হিন্দু সম্প্রদায়ের লীলা কীর্তন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি এস. এম. শামীম হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুব হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, সাবেক সভাপতি মো. সারোয়ার হোসেন, হিন্দু নেতা কালিদাস সরকার ও মনোরঞ্জন মোহন্তসহ।

উল্লেখ্য, রোববার দুপুর থেকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ঋষিঘাট গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত সপ্তাহব্যাপি ১৬ প্রহর মহানাম যোগানুষ্টান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন শুরু হয়েছে।