শিরোনাম

হবিগঞ্জ, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : হবিগঞ্জে সেনাবাহিনী উদ্যোগে ১ হাজার দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন এনডিসি পিএসসি শীতার্ত মানুষের মধ্যে এসব শীতবস্ত্র তুলে দেন। এ সময় সেনবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী জানিয়েছে. শীতার্ত মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।