বাসস
  ১১ জানুয়ারি ২০২৬, ১৩:২২

বরগুনায় অগ্নিকাণ্ডে ৪ বাড়ি পুড়ে ছাই, দগ্ধ -১

ছবি: বাসস

বরগুনা, ১১ জানুয়ারি ২০২৬ (বাসস) : বরগুনা শহরের গ্রীনরোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। চারটি বাড়িতে বসবাসরত পরিবারগুলো সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম আব্দুল কাদের এর বাসা সংলগ্ন একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পাশের আরও তিনটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা পানি ও অন্যান্য উপায়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের ভয়াবহতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রাকিব (৪০) নামে একজন অগ্নিদগ্ধ হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আলী সাজ্জাদ মুঠোফোনে বাসসকে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের।