শিরোনাম

বগুড়া, ১০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় দোয়া ও মোনাজাত করেছে বগুড়ায় জেলা বিএনপি।
আজ শনিবার বাদ আসর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপি এ দোয়া ও মোনাজাতের আয়োজন করে।
এ সময়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য এডভোকেট একেএম মাহবুবর রহমান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ।