বাসস
  ১০ জানুয়ারি ২০২৬, ২০:৩০

গোপালগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড 

ছবি : বাসস

গোপালগঞ্জ, ১০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার মুকসুদপুর উপজেলায় আজ একটি পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুদামে রাখা অনেক পাট পুড়ে গেছে। 

আজ শনিবার ভোররাতে মুকসুদপুর সরকারি টিএন্ডটি অফিসের সামনের পাটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে শনিবার সকাল ১০ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। 

বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদী হাসান বলেন, শনিবার ভোররাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার মধ্যে বড় আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে নির্বাপণ কার্যক্রম শুরু করা হয়। 

তিনি জানান, পাশের একটি ঘর থেকে বিড়ির আগুনের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।