শিরোনাম

চট্টগ্রাম, ১০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহৃত এক যুবককে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রাঙ্গুনিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার ভোর পর্যন্ত পোমরা ইউনিয়নের বালুঘাট ৮ নম্বর ওয়ার্ডে এই অভিযান চালানো হয়। রাঙ্গুনিয়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর আবু শাকের ভূঁইয়ার নেতৃত্বে যৌথ বাহিনী অপহরণের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল (৩০) নামের অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে।
অভিযানকালে অপহরণে জড়িত থাকার অভিযোগে শাহেদ হাসান (৩৫), মো. আব্দুস সালাম (২২) ও ওবায়দুল মুস্তফা সৌরভকে (৩১) আটক করা হয়। তারা সবাই রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আটকদের বাড়িতে পরবর্তী তল্লাশিতে ৮৮২ পিস ইয়াবা, ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি দা, ২টি চাপাতি, ১৯টি ছুরি, ১টি রামদা, ৪টি হাতুড়ি, ৯টি রেঞ্জ, ৪টি প্লাস, ২টি কাটার, ২টি খেলনা পিস্তল, ৭টি স্ক্রু ডাইভার, ২টি ফয়েল পেপার পাইপ, ১টি লোহার পাইপ, ১টি খুন্তি, ১টি ছেনি এবং ২টি হলুদ রঙের রেঞ্জ।
এছাড়া, অভিযানে ৩টি পাসপোর্ট, ৫টি স্মার্টফোন, ৪টি বাটন মোবাইল এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়েছে।
যৌথ বাহিনী জানায়, আটক ওবায়দুল মুস্তফা সৌরভ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার মা স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত হলেও অভিযানের সময় তাকে আটক করা সম্ভব হয়নি। আটক তিনজন ও জব্দকৃত মাদক ও অস্ত্র শনিবার রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, যৌথবাহিনীর অভিযানে আটক তিনজনকে আমাদের থানায় হস্তান্তর করেছে। পৃথকভাবে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।