শিরোনাম

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়তা প্রদান এবং একাডেমিক শিক্ষা ও পেশাগত দক্ষতা বাড়াতে এক কর্মশালার আয়োজন করা হয়েছে।
বিশেষ কোর্সের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান আজ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।
‘ইফেকটিভ প্রফেশনাল কমিউনিকেশন’ শীর্ষক কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
এসময় আইসিইসি’র আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব আবু দাইয়ান মোহাম্মদ আহসানউল্লাহসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন, শিল্প-সংযোগ সুদৃঢ়করণ এবং শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ইন্ডাস্ট্রি কোলাবরেশন এন্ড এমপ্লয়মেন্ট কমিটি এই বিশেষ কোর্স চালু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল স্টুডেন্ট প্রমোশন এন্ড সার্পোট ইউনিটের যৌথ সহযোগিতায় কোর্সটি পরিচালিত হচ্ছে।
এই কোর্সের মূল লক্ষ্য হলো- বর্তমান বিশ্বের পেশাগত চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তুলতে সাহায্য করা। এতে মৌখিক ও লিখিত যোগাযোগের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকরভাবে যোগাযোগ করার কৌশল শেখানো হয়। কোর্সে প্রফেশনাল ইমেইল লেখা, সিভি তৈরি, কাভার লেটার লেখা এবং প্রেজেন্টেশন দেওয়ার সময়
নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় । এছাড়া, কোর্সে দলগত কাজ, সমস্যা সমাধান এবং সমন্বয়মূলক দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রায়োগিক বিষয় অর্ন্তভূক্ত ছিলো। এই কোর্সে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের পেশাগত পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে ।
এই কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৪র্থ বর্ষ ও মাস্টার্সের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।