বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৯:৩৭

রাবিপ্রবিতে প্রথমবারের মতো ‘বিজ্ঞান অলিম্পিয়াড’ অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রথমবারের মতো ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত। ছবি: বাসস

রাঙ্গামাটি, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) আয়োজনে প্রথমবারের মতো ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে রাবিপ্রবি ক্যাম্পাসে রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ফেলো প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।

এ সময়  সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, বিজ্ঞান অলিম্পিয়াডে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর   প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বরেন, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ একাডেমী অব সায়েন্সের বছর জুড়ে নানা আয়োজন চলে; রাঙ্গামাটি জেলার ছাত্র-ছাত্রীদেরকে আমরা কানেক্ট করে দিবো যাতে তারা বিজ্ঞান চর্চায় আরো বেশি আগ্রহী হতে পারে। 

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি শিক্ষার্থীরা রাঙ্গামাটি জেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান- এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে বিজ্ঞান চর্চার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে।

সারা দেশে বাংলাদেশ বিজ্ঞান একাডেমী কর্তৃক আয়োজিত ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬’ এ রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজ শাখা থেকে ২১৯ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন।

সকাল ১০টা হতে দেড় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ‘বিজ্ঞান অলিম্পিয়াডে’ স্কুল পর্যায় থেকে ১১৪ জন ও কলেজ পর্যায় থেকে ৪৩ জনসহ সর্বমোট ১৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের পরবর্তীতে আজ বিকালে ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে পুরস্কার বিতরণ করা হবে।