বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৯:৩২

রাজশাহীর ৬টি আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৯ জনের

ছবি : বাসস

রাজশাহী, ৩ জানুয়ারি ২০২৫ (বাসস): রাজশাহী জেলার ৬ টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার এ তথ্য জানান। যাচাই-বাছাইয়ে প্রার্থীদের জমা দেওয়া কাগজপত্র, হলফনামা ও ঋণসংক্রান্ত তথ্য পরীক্ষা করা হয়।

এরমধ্যে রাজশাহী-১ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী শরিফ উদ্দিন, জামায়াত মনোনীত অধ্যাপক মুজিবুর রহমান ও এবি পার্টির আব্দুর রহমান। এ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

এদিকে রাজশাহী-২ (সদর) আসনে ৯ জন প্রার্থী ছিলেন। ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ও ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নে বৈধতা পেয়েছেন, বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু, জামায়াতে ইসলামীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির সাঈদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেসবাউল ইসলাম ও নাগরিক ঐক্যের শামসুল আলম।

রাজশাহী-৩ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন, বিএনপির এড. শফিকুল হক মিলন, জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন। ৩ আসনে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রাজশাহী-৪ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ও ২ জনের বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমান ও জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারি।
রাজশাহী-৫ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ও ৬ জনের বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ও জামায়াতের প্রার্থী মাও. মনজুর রহমান।

রাজশাহী-৬ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ও ১ জনের বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ ও জামায়াতের প্রার্থী নাজমুল হক ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুস সালাম সুরুজ।

রিটার্নিং কর্মকর্তা বাসসকে বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত শর্ত পূরণ করায় ছয়টি আসনের ১৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তথ্যের ঘাটতি ও ত্রুটিপূর্ণ কাগজপত্র পাওয়ায় ১৯ জনের মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রার্থীরা সন্তোষ প্রকাশ করলেও বাতিল হওয়া প্রার্থীরা অসন্তোষ জানান এবং আপিল করার কথা জানান। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা যাবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে মনোনয়ন যাচাই-বাছাই শেষে রাজশাহীর ছয়টি আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। প্রার্থীরা এখন প্রচারণা ও ভোটারদের সঙ্গে যোগাযোগে ব্যস্ত সময় পার করছেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রত্যেক প্রার্থী জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেছেন।