বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৯:১৪

ঢাবিতে ‘বাংলাদেশ স্কিলস সামিট’ অনুষ্ঠিত

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বাংলাদেশ স্কিলস সামিট’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সামিট অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং থ্রাইভিং স্কিলস লিমিটেড-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ডাকসুর ভিপি সাদিক কায়েমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন থ্রাইভিং স্কিলস লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও সিইও মো. আব্দুল্লাহ আল মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মামুন হাবিব।

পরে ‘জাতীয় পুনর্গঠনে দক্ষতা উন্নয়নের একত্রীকরণ’ শীর্ষক নীতিনির্ধারণী সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৩০ জনেরও বেশি বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রাফিউদ্দীন আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সরকারি প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি ও শিক্ষা খাতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা জাতীয় পুনর্গঠনে দক্ষতা উন্নয়নের কার্যকর কাঠামো নিয়ে আলোচনা করেন। সমাপনী বক্তব্য দেন ডাকসুর ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম।

সম্মেলনে দক্ষতা উন্নয়নের মাধ্যমে তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের তরুণ প্রজন্মকে প্রস্তুতকরণ এবং সরকারি-বেসরকারি খাত ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনে এ সামিট কার্যকর ভূমিকা রাখবে।