শিরোনাম

রাঙ্গামাটি, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) জেলা শাখার উদ্যােগে আজ শনিবার সকালে শহরের কাঠালতলী মসজিদের সামনে পঞ্চাশ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম।
এ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পিসিসিপির সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পিসিসিপি সদর উপজেলা শাখার সভাপতি হারুন, সাধারণ সম্পাদক রিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি রক্ষাসহ সকল সম্প্রদায়ের আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতেও পিসিসিপির জনকল্যাণমূলক এসব কার্যক্রম অব্যাহত থাকবে।