শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জাতীয় পার্টির দুইজনসহ মোট তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদের নেতৃত্বে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এসময় প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী মো.আফজাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে একই দলের মো. খুরশীদ আলম বাচ্চু এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর মো. ফজলুর রহমান। এছাড়া হলফনামায় অসঙ্গতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী মো. মনিরুল ইসলামের মনোনয়ন স্থগিত করা হয়।
এ বিষয়ে বিএনপি মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী অধ্যাপক মো. শাহজাহান মিয়া বাসসকে বলেন, নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করলে জনগণ একটি গ্রহণযোগ্য নির্বাচন পাবে। একই আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ড. মো. কেরামত আলী বলেন, আমরা শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক নির্বাচন চাই।
জেলা রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে ।
নির্বাচন কমিশনের বিধি বিধান অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে যাচাই বাছাই করা হয়েছে। যেসব মনোনয়নপত্রে আইনগত ত্রুটি বা অসঙ্গতি পাওয়া গেছে সেগুলো বাতিল বা স্থগিত করা হয়েছে। প্রয়োজন হলে প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন। যাচাই-বাছাই শেষে এখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছে চাঁপাইনবাবগঞ্জের ভোটাররা।
জেলায় মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ৮ হাজার ৮৭০ জন এবং পুরুষ ভোটার ৭ লাখ ২০ হাজার ৭৮৯ জন।