বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৪:১৭

খালেদা জিয়ার মৃত্যুতে চতুর্থ দিনের শোক পালন করছে বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার চতুর্থ দিনের শোক পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে গত ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাঁর মৃত্যুর পর সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে, যা গতকাল শুক্রবার শেষ হয়। বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করে। 

কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা কালো ব্যাজ ধারণ করছেন।

দলের কার্যালয় ও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল এবং কোরআনখানি অনুষ্ঠিত হচ্ছে। শ্রদ্ধা জানাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, ঢাকার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয় এবং জেলা কার্যালয়গুলোতে শোক বই খোলা হয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনই সরকার ৩১ ডিসেম্বর থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকার তাঁকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন নেতা আখ্যা দিয়ে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতেও একইভাবে পতাকা অর্ধনমিত রাখা হয়।

শুক্রবার বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সারাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।