বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৪:০২

মাদারীপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

শনিবার মাদারীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত। ছবি: বাসস

মাদারীপুর, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।

আজ শনিবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। 

সকাল ১০টায় জেলা সমন্বিত কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম মুন্সি এবং সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. খলিলুর রহমান।

আলোচনা সভা শেষে সমাজসেবা বিভাগের আওতাভুক্ত উপকারভোগীদের মাঝে কল্যাণমূলক সেবা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।এরপর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।