শিরোনাম

ঢাকা, ২ জানুয়ারি ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আনসার-ভিডিপির উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার আনসার-ভিডিপি সদর দপ্তর, আভি একাডেমি, রেঞ্জ কার্যালয়, জোন, জেলা ও আনসার ব্যাটালিয়ন ইউনিট পর্যায়ের কেন্দ্রীয় মসজিদসমূহে এ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস নসিব ও পরকালীন মুক্তি প্রার্থনা করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য, শক্তি ও মনোবল দানের জন্য দোয়া করা হয়।