বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ২০:৫০

সিরাজগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সিরাজগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

সিরাজগঞ্জ, ২ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এ সময় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ সরকার।

দোয়া মাহফিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বহুসংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লি অংশ নেন।