শিরোনাম

দিনাজপুর, ২ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ মাগরিব দিনাজপুর শহরে জেল রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মহাফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে কেন্দ্রীয় বিএনপি'র সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ ও আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা যুবদলের আহবায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা ছাত্রদল সভাপতি মো. রুবেল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আবুজার সেতু, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা ও সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসু খান সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।