বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১৯:৪২

পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ছবি : বাসস

পিরোজপুর, ২ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে জেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় এ সময় পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির ১নং যুগ্ম-আহবায়ক এলিজা জামানসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হিরুয়ার রহমান মোল্লা।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। 

এসময় যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দলসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।