বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১৯:৩৭

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ২ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলায় বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক মো. আব্দুল্লাহ।

এ দোয়া মাহফিলে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সেন্টু, শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মইনুল ইসলাম মুকুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আলী আহম্মেদ বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুষার বিশ্বাস ও সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান, শিবগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ইখলাসুর রহমান পলাশ, আতিকুর রহমান আতিক, আদিনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রায়হান কবির সুইট ও সাধারণ সম্পাদক নাগিব রিফাত রিসাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়।