বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১৯:০৬

কুড়িগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ছবি : বাসস

কুড়িগ্রাম, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে জেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক সংসদ সদস্য উমর ফারুক ও সাবেক মেয়র আবু বকর সিদ্দিক।

এসময় কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান ও সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব ও সদস্য সচিব আব্দুল আলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন ও সদস্য সচিব ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান ও সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, জেলা তাঁতী দলের আহ্বায়ক আনিসুর রহমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক ফজলুল হক আমিনী। 

এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিপীড়িত মানুষের মুক্তির জন্য মোনাজাত করা হয়।

জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচীতে অংশগ্রহন করেন।