বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১৭:৩১

বেগম খালেদা জিয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল 

ছবি : বাসস

ঢাকা, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আজ জুমার নামাজের পর কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই দোয়া মাহফিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে গত ৩১ ডিসেম্বর থেকে আজ ২ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস, ঢাকার ধানমন্ডিতে নগর কার্যালয় এবং আঞ্চলিক কেন্দ্রগুলোতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়।