বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১৬:৫০

বগুড়ায় খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ছবি : বাসস

বগুড়া, ২ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা বিএনপির আয়োজনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মো: মনোয়ার হোসেন।

দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য এ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, কাজী রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির রাজশাহী ও রংপুর বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা তাঁতি দলের সভাপতি মো. সারওয়ার, জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম শফিক, বগুড়া শহর শ্রমিক দলের সদস্য সচিব সামছুজ্জামান সামছু, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার সিফাত, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাকিল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হীরা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য মুসল্লীরা উপস্থিত ছিলেন।