শিরোনাম

রংপুর, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস): প্রচণ্ড শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই নতুন বছরের প্রথম দিনে গভীর রাতে ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে তিনি মাঠে নেমে কম্বল বিতরণ করেন।
গতকাল বৃহস্পতিবার রাত গভীর হলে ইউএনও মো. পারভেজ উপজেলার রানীপুকুর এলাকার এরশাদ মোড়, ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাটসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশিক জামান।
কনকনে শীতের মধ্যে ইউএনও শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিনের কষ্টের মাঝে এমন সহযোগিতা পেয়ে কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করেন, আবার কেউ কৃতজ্ঞতা জানান।
এ সময় ইউএনও বলেন, ‘শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতটা সম্ভব সবাইকে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে।’
স্থানীয়রা ইউএনওর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের এ ধরনের সরাসরি উপস্থিতি শীতার্ত মানুষের জন্য বড় ভরসা।