শিরোনাম

দিনাজপুর, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস): দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক শিশু নিহত এবং ২১ যাত্রী আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায় দিনাজপুর দশ- মাইল হাইওয়ে থানার ওসি পরিদর্শক মো. মাহাবুব কবির এই তথ্য বাসসকে নিশ্চিত করেন।তিনি বলেন, গতকাল রাত ৮ টায় দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুর গামী যাত্রীবাহী বাসের সঙ্গে দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার নতুন ভুষিরবন্দর তৃপ্তি ফিলিং স্টেশনের সামনে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী এন কে পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।
দুর্ঘটনা খবর পেয়ে দশ মাইল হাইওয়ে থানার পুলিশ এবং দিনাজপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যায়।
স্থানীয় লোকজনদের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনায় কবলিত বাসের যাত্রীদের উদ্ধার করে।
বাসের যাত্রীদের মধ্যে ২২ জন যাত্রীকে আহত অবস্থায় গতকাল রাত সাড়ে ৯ টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজন ৯ বছর বয়সের এক শিশুকে পরীক্ষা করে কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
সূত্রটি জানায়,দুর্ঘটনায় কবলিত যাত্রীবাহী এনকে পরিবহন বাস ও মোটরসাইকেল দশ মাইল হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফরা পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনায় নিহত শিশুর পরিচয় এখনো জানা যায়নি । আজ শুক্রবার নিহত শিশুর লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।