বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১২:০১

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরগুনায় দোয়া অনুষ্ঠিত

ছবি : বাসস

বরগুনা, ২ জানুয়ারি ২০২৬ (বাসস): বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বেতাগী উপজেলায় বিএনপি ও পৌর বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন নয়নের উদ্যোগে দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহাজাহান কবির, আহবায়ক হুমায়ুন কবির মল্লিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নুরুল ইসলাম পান্নাসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

এছাড়া দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সাত দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণ, দোয়া প্রার্থনা ও শোক সভা।