বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১১:৩৩

পটুয়াখালীতে কলেজছাত্র সিয়াম হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার

পটুয়াখালী, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস): পটুয়াখালীতে কলেজছাত্র মো. সিয়াম (১৭) হত্যা মামলার অন্যতম অভিযুক্ত শুভ সিকদারকে (১৮) লালমনিরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১৩ রংপুরের যৌথ অভিযানে আজ শুক্রবার ভোররাতে লালমনিরহাটের পাটগ্রাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গত ২৩ ডিসেম্বর সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশে বালুর মাঠে সন্ত্রাসীদের হামলায় সিয়াম গুরুতর আহত হন। পরে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মির্জাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ইতোমধ্যে মামলার একাধিক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত শুভ সিকদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মহানগর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।