শিরোনাম

গাইবান্ধা, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপারসহ আরও দুইজন।
গতকতাল বৃহস্পতিবার রাতে কামারদহ ইউনিয়নের বগুড়া-রংপুর মহাসড়কের ফাঁসিতলা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বাসিন্দা। তবে দুর্ঘটনার পরপরই তাদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, কামারদহ এলাকায় ফ্লাইওভার ধরে তিনজন এক মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলচালকসহ এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী ও ট্রাকের হেলপার গুরুতর আহত হন।
খবর পেয়ে উপজেলা শহরে অবস্থিত ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন- উপজেলার বুজরুক বোয়ালিয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে জনি (৩৯) ও হেলপার সিদ্দিকুর রহমান (৪০) উপজেলার মালিনীপাড়ার সাহজাহানের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।