শিরোনাম

সিলেট, ১ জানুয়ারি ২০২৫ (বাসস) : সিলেট প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর।
তিনি অবিভক্ত প্রেসক্লাবের ছয়বারের সভাপতি ছিলেন। নির্বাচনে সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।
আজ বৃহস্পতিবার ক্লাব ভবনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকালে ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ২০২৪-২০২৫ সেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, সিনিয়র সহসভাপতি দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান ও সহসভাপতি দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক দেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, ক্রিড়া সম্পাদক ডেইলি স্টারের সিনিয়র ফটোজার্নালিস্ট শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নওরোজের সিলেট প্রতিনিধি মো. মুহিবুর রহমান।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি আব্দুল আউয়াল শিপার।
সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন ব্লাস্ট সিলেটের সাবেক সভাপতি মো. ইরফানুজ্জামান চৌধুরী অ্যাডভোকেট ও সনতু দাস অ্যাডভোকেট। নির্বাচনকে ঘিরে নগরের সুবিদবাজারস্থ ক্লাব ভবনে সদস্য ছাড়াও সিলেটের পেশাদার সাংবাদিকরা জড়ো হন।