বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ২৩:০৫

বরিশালে চার ইটভাটায় সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা, ১০ লাখ কাঁচা ইট ধ্বংস

বরিশাল জেলার বাবুগঞ্জের ইটভাটা। ছবি: বাসস

বরিশাল, ১ ডিসেম্বর ২০২৬ (বাসস) : জেলার বাবুগঞ্জে চারটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা ও ১০ লাখ কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল পৌঁনে ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। মোবাইল কোর্টে প্রশিকিউশন করেন, জেলা কার্যালয়ের পরিদর্শক তারেক আজিজ।

দপ্তরটির বিভাগীয় পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, বাবুগঞ্জ উপজেলায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় চারটি জিগজ্যাগ পদ্ধতির ইটভাটায় ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ইটভাটার কিলন ভেঙে দেওয়া এবং অবৈধভাবে তৈরি করা ১০ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিস সদস্যরা।

এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুজাহিদুল ইসলাম।