শিরোনাম

রংপুর, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নতুন বছরের প্রথম দিনে আজ রংপুর জেলার আটটি উপজেলায় ২০২৬ শিক্ষাবর্ষের ৫,৩৩,৭৪২ জন প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীর মাঝে মোট ২০,৪৯,৭৭৬টি নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
২,৩৩৭টি প্রাথমিক স্তরের সরকারি ও বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে এসব বই বিতরণ করে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলি প্রাথমিক স্তরের বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বই সুষ্ঠুভাবে বিতরণের জন্য সহায়তা করে।
রংপুর মহানগরীর রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকালে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রংপুর এবং রংপুর বিভাগের অন্যান্য সাতটি জেলার প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, "আমাদের কর্মকর্তারা বই বিতরণের জন্য বিভিন্ন প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছেন। আজই সকল শিক্ষার্থী সকল বই পাবে।"
সন্ধ্যা ৭টায় বাসসের সাথে আলাপকালে রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আজ রংপুর মহানগরীর এবং রংপুর জেলার আটটি উপজেলার প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে মোট ২০ লাখ ৪৯ হাজার ৭৭৬টি নতুন বই বিতরণ করা হয়েছে।
এবার বিতরণ করা বইয়ের মধ্যে ৪,০০০ টি ইংরেজি সংস্করণের বইও রয়েছে।
এবার পাঠ্যপুস্তক বিতরণে শীর্ষে রয়েছে রংপুর সদর উপজেলা, যেখানে পাঁচ লাখ ৫৫ হাজার বই বিতরণ করা হয়েছে।
মিঠাপুকুর উপজেলায় চার লাখ ছয় হাজার ৮২৪টি বই এবং পীরগঞ্জ উপজেলায় দুই লাখ ৪৩ হাজার ৩০৩টি বই বিতরণ করা হয়েছে।
এছাড়াও, বদরগঞ্জ উপজেলায় এক লাখ ৯৮ হাজার ৯০০টি বই, পীরগাছা উপজেলায় এক লাখ ৮৯ হাজার ৯০০টি বই এবং গঙ্গাচড়া উপজেলায় এক লাখ ৮৮ হাজার ৩১০টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
নজরুল ইসলাম আরও বলেন, "এছাড়াও, আজ রংপুরের কাউনিয়া এবং তারাগঞ্জ উপজেলায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে যথাক্রমে এক লাখ ৪৮ হাজার ৯৩২টি নতুন বই এবং এক লাখ ১৪ হাজার ৬০৭টি বই বিতরণ করা হয়।”