বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ২১:১২

টাঙ্গাইলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা পেল ৫০ লাখ ২৪ হাজার ৪২টি বই

ছবি : বাসস

টাঙ্গাইল, ১ জানুয়ারি ২০২৬ (বাসস): ২০২৬-এর প্রথম দিনেই আজ বৃহস্পতিবার নতুন পাঠ্যবই হাতে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত টাঙ্গাইলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা রঙিন মলাটের বই বুকে জড়িয়ে ধরেছে, কেউ কেউ খুশিতে উল্টে দেখছে পাতা।

আজ বৃহস্পতিবার টাঙ্গাইল জেলার ১২টি উপেজলার ২ হাজার ৩৩৩ টি প্রাথমিক এবং এক হাজার ২১৭টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বছরের প্রথম দিন ৫০ লাখ ২৪ হাজার ৪২টি বই বিতরণ করেছে। এর মধ্য মাধ্যমিক পর্যায় ১২ লাখ ৮০ হাজার ৬৬৩টি বইয়ের সংকট রয়েছে।

জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় প্রাথমিক পর্যায়ের এক হাজার ৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও ৭০৫টি কিন্ডার গার্টেন বিদ্যালয়ে মোট ১৬ লাখ ৯০ হাজার ৬৭৬টি চাহিদার বিপরীতে সবগুলা বই পাওয়া গেছে এবং তা বিতরণ করা হয়েছে। 

অপরদিকে মাধ্যমিক পর্যায় এক হাজার ২১৭টি শিক্ষা প্রতিষ্ঠানর বিপরীতে বইয়ের চাহিদা রয়েছে ৪৬ লাখ ১৪ হাজার ৩৩৫টি। এর মধ্যে বরাদ্দ পাওয়া ৩৩ লাখ ৩৩ হাজার ৭৫২টি বই বিতরণ করা হয়েছে। বাকি ১২ লাখ ৮০ হাজার ৬৬৩টি বইয়র সংকট রয়েছে। উল্লখিত বইগুলা বরাদ্দ পাওয়া গেলে দ্রুত বিতরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

সরজমিনে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলাতে শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পরা ভীর। শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সঙ্গে বিদ্যালয় থেকে বই নিতে এসেছে। এ সময় নতুন বছরের প্রথম দিন বই উৎসব পালন না করা হলেও দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রাণ পেয়ে তাদের চোখে মুখে অতুলনীয় খুশির ঝিলিক দেখা যায়।

টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ বিদ্যালয়ের শিক্ষার্থী নাইম জানান, তারা বার্ষিক পরীক্ষার ফলাফলর পাশাপাশি নতুন বই হাতে পেয়ে খুবই আনন্দিত। বছরের শুরুতে ভালা ফলাফলের সঙ্গে নতুন বইয়র মনকাড়া গন্ধ তাদেরকে উৎফুল্ল করছে। তারা আশা প্রকাশ করেছে সারা বছরটি যেন এমন আনন্দ ও উৎফুল্লতায় সাথে কাটে।

শহরর বিদুবাসিনী সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়র শিক্ষার্থী শাওন জানান, বছরর শুরুত নতুন বই হাতে পেয়ে তারা খুব খুশি। সহপাঠী বন্ধুরা সবাই মিল তাই আনন্দে মেতে ওঠেছি।

অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নতুন বছরের শুরুতেই বই হাতে পেয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। সরকার নির্ধারিত সময় অনুযায়ী সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং বছরের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখার অনুভূতি ব্যক্ত করে।

পুলিশ লাইনস্ আদর্শ উচ বিদ্যালয়র প্রধান শিক্ষক আব্দুল কদ্দুছ বাসসকে জানান, তারা চাহিদার তুলনায় সামান্য পরিমান বই কম পেয়েছেন। যেগুলা বই পেয়েছেন সেগুলা প্রথম দিন বিতরণ করতে পেয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরকা সুলতানা বাসসকে জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসবের কোনো আয়োজন করা হয়নি। তবে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে।

তিনি বলেন, বছরের শুরুত নতুন বই শিক্ষার্থীদর হাত তুলে দেওয়া এক সময় বেশ চ্যালঞ্জিং ছিল- এখন আর সেটা নাই। অধিকাংশ বিদ্যালয় যথা সময় নতুন বই বিতরণ করতে পেরে আমরা খুশি। যে বইগুলো বাকি বাকি রয়েছে সেগুলা বরাদ্দ পাওয়া সাপেক্ষ দ্রুতই বিতরণ করা হবে।