শিরোনাম

আব্দুল কাইয়ুম
ময়মনসিংহ, ১ জানুয়ারি ২০২৬ (বাসস) : বছরের প্রথম দিনেই (২০২৬) ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ নতুন পাঠ্যবই পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয়েছে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা শুরু করেছে নতুন বছরের পড়াশোনার যাত্রা।
আজ বৃহস্পতিবার সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের উদ্বোধন করেন, জেলা প্রশাসক কৃষিবিদ মো. সাইফুর রহমান।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ময়মনসিংহ জেলায় মোট ৪ হাজার ৭১৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শতভাগ চাহিদা অনুযায়ী মোট ২৮ লাখ ৩০ হাজার ৭৭৬টি নতুন পাঠ্যবই ইতোমধ্যে বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। বই বিতরণের প্রথম দিনে প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।
অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে এদিন শুধুমাত্র দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। জেলার ৯৯৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মোট ৬৫ লাখ ৫ হাজার ৮০৯টি বইয়ের চাহিদার বিপরীতে এখন পর্যন্ত ৩৯ লাখ ১ হাজার ৫৮৯টি বই সরবরাহ করা হয়েছে, যা মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ। অবশিষ্ট ৪০ শতাংশ বই চলতি মাসের মধ্যেই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে জানায়, বছরের এই দিনটির জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করে। নতুন বই পেয়ে বাড়িতে গিয়ে পৃষ্ঠা উল্টে দেখার আনন্দই আলাদা। নতুন উদ্যমে পড়াশোনা শুরু করার প্রত্যাশার কথাও জানায় তারা।
তাসমিয়া নামের এক শিক্ষার্থী বলেন, বছরের প্রথম দিনেই নতুন বই পেয়েছি। স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমাদের খুব ভালো লাগছে।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তারসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা।
এ ছাড়া ইবতেদায়ী পর্যায়ে শতভাগ চাহিদা অনুযায়ী ৯ লাখ ৬৩ হাজার ২৯০টি, দাখিল পর্যায়ে চাহিদার ১২ শতাংশ হিসেবে ১ লাখ ৪৯ হাজার ৪২টি, এসএসসি (ভোকেশনাল) পর্যায়ে ৯৩ শতাংশ অনুযায়ী ১ লাখ ৯২৫টি, দাখিল (ভোকেশনাল) পর্যায়ে ৮৭ শতাংশ অনুযায়ী ৪ হাজার ৬৮০টি, ট্রেড স্তরে ৪২ শতাংশ অনুযায়ী ৩০ হাজার ৫৭০টি এবং কারিগরি (ষষ্ঠুঅষ্টম শ্রেণি) পর্যায়ে ৬২ শতাংশ অনুযায়ী ১৭ হাজার নতুন বই বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বাসসকে বলেন, ‘এ বছর আনুষ্ঠানিক বই উৎসব না হলেও সরকারের নির্দেশনা অনুযায়ী বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে শতভাগ বই তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
এ বিষয়ে জেলা প্রশাসক কৃষিবিদ মো. সাইফুর রহমান জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হচ্ছে। সে কারণে এবার আগের বছরের মতো আনুষ্ঠানিক বই উৎসব আয়োজন করা হয়নি। তবে শিক্ষার্থীদের মনোবল ও উৎসাহ ধরে রাখতে কোনো বক্তব্য বা আনুষ্ঠানিকতা ছাড়াই নীরবে নতুন বই বিতরণ করা হয়েছে।