বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ২০:৫৭

কুমিল্লায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

ছবি : বাসস

কুমিল্লা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ধনাইতরী মাদ্রাসা মাঠে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মনিরুল হক চৌধুরী বলেন, বেগম জিয়া দেশপ্রেম ও আপোষহীনতা যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা সারা বিশ্বের ইতিহাসে বিরল। মহান আল্লাহ তাঁকে সে সম্মান দিয়েছে। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া দম্পতির যোগ্য উত্তরসূরী। আগামীতে তাঁর নেতৃত্বে দেশ সঠিক পথের সন্ধান পাবে।

তিনি আরও বলেন, আপনারা সবাই জাতির মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। আল্লাহ যেনো আমাদের নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, মহানগর বিএনপি নেতা আবু হানিফ, সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদারসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।