বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৯:১৬

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

ছবি : বাসস

সিলেট, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সিলেটে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যের নতুন পাঠ্যবই। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।  

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিলেট জেলায় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে মোট ২ হাজার ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান ১ হাজার ৪৭৭টি এবং অন্যান্য প্রতিষ্ঠান ৬৬৩টি। এসব প্রতিষ্ঠানের ৩ লাখ ২৮ হাজার ১৮৪ জন শিক্ষার্থীর মধ্যে মোট ১১ লাখ ৫৬ হাজার ৯৫টি পাঠ্যবই বিতরণ করা হবে।

সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে সমবেত হয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে এসব নতুন বই তুলে দেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। 

সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, বছরের শুরুতেই বই পাওয়ায় শিক্ষার্থীরা পাঠ্যক্রম সম্পর্কে আগেভাগে ধারণা নিতে পারবে, যা তাদের পড়াশোনায় ইতিবাচক ভূমিকা রাখবে। 

অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে জানান, বিনামূল্যে নতুন বই পাওয়ায় শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়বে এবং তারা শিক্ষাজীবনে আরও মনোযোগী হবে।

এদিকে সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মহসিনুর বহমান জানান, সিলেট জেলায় মাধ্যমিক পর্যায়ের ৫৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ লাখ ৪৬ হাজার ৬০১ শিক্ষার্থীর মদ্যে মোট ৫০ লাখ ৩০ হাজার ৪২২টি পাঠ্যবই বিতরণ করা হবে।