বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৯:১২

মাদারীপুরে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

ছবি : বাসস

মাদারীপুর, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মাদারীপুরে আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ শৈত্যপ্রবাহের সঙ্গে দৃষ্টিসীমা নেমে এসেছে মাত্র ৪০০ মিটারে। বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ।

তাপমাত্রা কমে যাওয়ায় জেলার নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শীতজনিত নানা সমস্যায় ভুগছেন তারা। বিশেষ করে শিশুদের মধ্যে শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে। এতে করে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর চাপ বাড়ছে।

শৈত্যপ্রবাহের কারণে শহরের সড়কে যানবাহন চলাচল কমে গেছে। একই সঙ্গে গ্রামীণ এলাকায় কৃষকসহ দিনমজুর ও মেহনতি মানুষ কাজ করতে না পারায় বিপাকে পড়েছেন।

রিকশাচালক সমির শেখ বলেন, তীব্র শীতের কারণে রিকশা চালাতে কষ্ট হয়। আবার য়াত্রীও কম। এ কারণে আয়-রোজগার নেই। আমরা সমস্যায় আছি।

কৃষক শহীদ বেপারি বলেন, ধান রোপন করার জন্য শ্রমিক দরকার। কিন্তু শীতের কারণে পাচ্ছি না।

মাদারীপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রহিম সান্টু জানান, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের ছিল ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুএক দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।