বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৯:০৮

কক্সবাজারে প্রায় ৩৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ 

কক্সবাজার, ১ জানুয়ারি, ২০২৫ (বাসস) : কক্সবাজারে প্রায় ৩৫ কোটি টাকার মূল্যের ৭০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার মধ্যরাত ১২টার দিকে কক্সবাজার কোস্ট গার্ড সদর স্টেশন ফিশারি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।

অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের ৭০ লাখ মিটার বিদেশি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। 

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল কক্সবাজার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় বলেও জানানো হয়েছে।