শিরোনাম

ভোলা, ১ জানুয়ারী ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এরা হলেন-স্বতন্ত্র প্রার্থী মো. মহিবুল্ল্যাহ খোকন ও তাছলিমা বেগম।
আজ বহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাইতে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
জেলা প্রশাসক ডা. শামীম রহমান বাসসকে জানান, ভোলা-২ (দৌলতখান- বোরহানউদ্দিন) আসনে আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ওই আসনের ৯ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ১% ভোটার সমর্থন থেকে ১০ জন ভোটারের তথ্য সঠিক না পাওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থী
মনোনয়নপত্র বাতিল করা হয়। এরা হলেন-স্বতন্ত্র প্রার্থী মহিবুল্ল্যাহ খোকন ও তাছলিমা বেগম।