শিরোনাম

লালমনিরহাট, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ভারতীয় গরু ও ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে গরু ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ১৫ বিজিবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির বিশেষ টহলদল পৃথক তিনটি অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ভোরে দুর্গাপুর বিওপি-সংশ্লিষ্ট চওড়াটারী এলাকায় (আদিতমারী উপজেলা, লালমনিরহাট) টহল পরিচালনা করে। এ সময় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা গরু ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়।
ঘণ্টা খানেক পর ভোরেই বাগভান্ডার বিওপি-সংশ্লিষ্ট চৌকিদারমোড় এলাকায় (ভুরুঙ্গামারী থানা, কুড়িগ্রাম) পরিচালিত আরেকটি অভিযানে একই কৌশলে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আরও ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়।
এছাড়া একই দিনে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে বুড়িরহাট বিওপি’র আওতাধীন খামারভাতি এলাকায় (কালিগঞ্জ উপজেলা, লালমনিরহাট) টহল পরিচালনাকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ৬টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা এবং জব্দকৃত ১৭০ বোতল ইস্কাফ সিরাপের সরকারি সিজার মূল্য ৬৮ হাজার টাকা। সব মিলিয়ে মোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৭ লাখ ২৮ হাজার টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারিদের পরিচয় শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।